/anm-bengali/media/media_files/2025/08/16/screenshot-2025-08-16-9-am-2025-08-16-09-07-04.png)
নিজস্ব সংবাদদাতা: ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ঢাকার ইসকন মন্দিরে আজ থেকে শুরু হয়েছে তিন দিনের বিশেষ পূজা ও ধর্মীয় অনুষ্ঠান। মন্দির প্রাঙ্গণে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী রাধার দর্শন গ্রহণ করেন এবং কীর্তন, আরতি ও ভক্তিমূলক কর্মসূচিতে অংশ নেন।
/anm-bengali/media/post_attachments/75951194-53a.png)
ইসকনের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জন্মাষ্টমী উপলক্ষে প্রতিদিন বিশেষ পূজা, ভজন-সংগীত, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় আলোচনার আয়োজন করা হবে। দেশ-বিদেশ থেকে আগত বহু ভক্ত ইতিমধ্যেই ঢাকায় উপস্থিত হয়েছেন। উৎসব উপলক্ষে মন্দির ও আশপাশের এলাকায় রঙিন সাজসজ্জা করা হয়েছে। ভক্তদের ভিড়ে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে ভজন ও নামসংকীর্তনের সুরে।
#WATCH | Dhaka, Bangladesh: Devotees take darshan of Lord Krishna and Goddess Radha at the ISKCON temple in Dhaka as ISKCON has begun the three-day celebration amidst Krishna Janmashtami. pic.twitter.com/CJE6YbaOV5
— ANI (@ANI) August 16, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us