জি-২০-তে আমন্ত্রিত বাংলাদেশ! কী জানালেন হাইকমিশনার ?

২০২৩ সালে জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হল ভারত। দেশের বিভিন্ন প্রান্তে বিদেশি রাষ্ট্রপ্রধান, প্রতিনিধিদের নিয়ে চলছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। আগামী মাসে নয়াদিল্লিতে হতে চলেছে দু’দিনের জি-২০ সম্মেলন।

author-image
Pallabi Sanyal
New Update
12



হাবিবুর রহমান, ঢাকা : দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশকে গুরুত্ব দেয় ভারত। তাই তো জি-২০ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। 

 ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ‘জি-২০ সম্মেলন : ঢাকা থেকে নয়া দিল্লি’ শীর্ষক এক সেমিনারে দেওয়া বক্তব্যে এ কথা জানান তিনি। ভারতীয় হাইকমিশনার হাইকমিশনার প্রণয় ভার্মা আরও বলেন, বাংলাদেশের বিশ্বকে বলার অনেক কিছু আছে। বাংলাদেশের অনেক উন্নয়ন সাফল্য রয়েছে। ভারত বাংলাদেশকে জি-২০ সম্মেলনে আমন্ত্রণ করেছে। কারণ বাংলাদেশকে গুরুত্ব দেয় ভারত। সম্মেলন এমন এক সময়ে হতে চলেছে যখন ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্মেলনে গ্লোবাল সাউথেরও কথা শুনতে চায় ভারত। ভারত বাংলাদেশের সহযোগিতা চায়। আফ্রিকার দেশগুলো কী বলে, ইউরোপীয় ইউনিয়নের কী বলে, শুনতে চায় ভারত।উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর ভারতের নয়া দিল্লিতে দুই দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হতে চলেছে।