বাংলাদেশ নির্বাচন মানতে রাজি নয় হিন্দুরা, পৃথক নির্বাচনের দাবি তুলছেন তারা

প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-07-04 at 193321 bh

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের নির্বাচন অনেকের কাছে উৎসব হলেও হিন্দুদের জন্য এটা অভিশাপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি বলেছেন, বাংলাদেশের কোন হিন্দু সম্প্রদায় ইলেকশনে অংশগ্রহণ করবে না, কোন নির্বাচনে ভোট দিতে যাবে না। শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, "এখনও পর্যন্ত ২৫ হাজারের বেশি হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে। কোন বিচার আওয়ামী লীগও করে নাই, বিএনপিও করে নাই। দুই পক্ষই আমাদেরকে নিয়ে ফুটবলের মত ব্যবহার করে। এই পক্ষ গোল দেওয়ার চেষ্টা করে ওই দিকে, ওই পক্ষও গোল দেওয়ার চেষ্টা করে এদিকে"।

WhatsApp Image 2025-07-04 at 193321

তিনি বলেন, "আমরা এই দুর্যোগ থেকে রেহাই পাওয়ার জন্যে জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন দাবি করেছি। আমরা সরাসরি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে প্রতিযোগিতায় পারব না। তাই আমরা পৃথক নির্বাচন চাই"।