/anm-bengali/media/media_files/2025/07/22/whatsapp-image-2025-07-22-2025-07-22-18-20-38.jpeg)
হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন, মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এর মধ্যে ২৫ জনই শিশু। প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান যে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২ জন প্রাপ্ত বয়স্ক ছাড়া বাকি সবাই শিশু। প্রাপ্ত বয়স্কদের ১ জন পাইলট তৌকির ইসলাম ও ১ জন শিক্ষক মাহরীন চৌধুরী। এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো বাংলাদেশ। ঢাকার হাসপাতালগুলোতে স্বজনদের হাহাকারে ভারি হয়ে উঠেছে ঢাকার আকাশ বাতাস।
দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাষ্ট্রীয় শোক পালনের কথা জানানো হয়।
এদিকে, ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের শেষ কৃত্য সম্পন্ন হয়েছে। বিমানবাহিনীর একটি বিমানে তৌকিরের মরদেহ রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। তৌকিরের বাবা ও মামাসহ বিমান বাহিনীর অন্যান্য কর্মকর্তারা ছিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/22/whatsapp-image-2025-07-22-2025-07-22-18-20-59.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us