নিজস্ব সংবাদদাতা: এবার বাংলাদেশেও জারি আফগানি ধাঁচের ফরমান। আফগানিস্তানে যেরকম তালিবানি শাসন জারি আছে, ঠিক সেরকম সুর শোনা গেল এবার পূর্ববঙ্গের বুকেও। মেয়েদের স্বাধীনতা এবার হারাতে বসেছে। নারী স্বাধীনতার তালিকাও এবার তৈরি করে দেবে বাংলাদেশে মৌলবাদীরা। সেই কথায় নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও মারফত জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।
/anm-bengali/media/media_files/4n3H4jKNyXfBTTj8g132.jpg)
এদিন অগ্নিমিত্রা বলেন, “আফগানিস্তানের নিপীড়ক শাসনের অস্বস্তিকর সমান্তরাল পরিস্থিতি বাংলাদেশে নারীদের বিরুদ্ধে একটি জঘন্য ফতেয়া ঘোষণা করেছে। আরও আতঙ্কজনক, এটি ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে"।
"গোপালগঞ্জের গোহরডাঙ্গায় কট্টরপন্থী ইসলামি বাহিনী নারীদের বাজারে প্রবেশ নিষিদ্ধ করেছে। নির্দেশিকা আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক একটি জেলায় এই ধরনের পশ্চাদ অপসরণমূলক বিধিনিষেধ আরোপ করা লজ্জাজনক এবং উদ্বেগজনক”।
/anm-bengali/media/media_files/bw3OvKVWSjOxcyrq2on1.jpg)