বাংলাদেশের টাকা থেকে বাদ মুজিবের ছবি, যুক্ত হচ্ছে 'জুলাই বিপ্লব'!

২০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোটের রূপ পাল্টে গেল?

author-image
Anusmita Bhattacharya
New Update
1200x8001

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে এবার টাকার নোট থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি। পরিবর্তে জুলাইয়ের সংরক্ষণ বিরোধী আন্দোলনের গ্রাফিতি দেওয়া হচ্ছে নোটে। আপাতত ২০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোটের নকশা পাল্টান দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার নোটের নকশা বদলানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। মুজিবের ছবি বাদ দিয়ে, নোটে দেওয়া হবে 'জুলাই বিপ্লবে'র গ্রাফিতি। থাকবে ধর্মীয় স্থানের ছবি। ইউনূস সরকারের তরফে বাংলাদেশের শীর্ষ ব্যাঙ্ককেও নাকি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন টাকা ছাপানোর কাজও শুরু হয়েছে।