ফের সরগরম বাংলাদেশের প্রস্তুতি!

বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এদিন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। প্রয়োজনে রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মৌলানা মামুনুল হক। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংগঠনের ঢাকা মহানগর শাখার বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এদিন।

সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমির মুফতি আব্দুর রব ইউসুফী, মৌলানা মহিউদ্দিন রাব্বানী, মৌলানা আহমেদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রমুখ।

মামুনুল হক বলেন, "জাতিসংঘের মানবাধিকার কমিশনের এজেন্ডা ও ইতিহাস আমরা জানি। তাদের মানবাধিকার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। তাই বাংলাদেশে তাদের ডেকে আনার সিদ্ধান্ত আত্মঘাতী। জনগণ তা মেনে নেবে না"।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয়নগর জলট্যাঙ্কির সামনে গিয়ে শেষ হয়।