এবঙ্গের পাশাপাশি ওপার বাংলাতেও হয়ে গেল ঈদ উদযাপন

জামাত অনুষ্ঠিত হয় ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-06-07 at 19.35.56

File Picture

নিজস্ব সংবাদদাতা: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় বাংলাদেশে শনিবার উদযাপিত হল পবিত্র ঈদুল আজহা। সকাল থেকেই ঢাকা সহ বাংলাদেশের প্রতিটি প্রান্তে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ পাঠ করেন। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে। এই জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিসহ হাজারো মুসল্লি। নামাজ শেষে প্রধান উপদেষ্টা মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের নামাজ শেষে অনুষ্ঠিত মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি, দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ইমামতি ও নামাজ পরিচালনা করেন মুফতি আব্দুল মালেক।

এর আগে, ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায়। পরে বেলা পৌনে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়। ঢাকার প্রতিটি পাড়া-মহল্লার মসজিদ ও ঈদগাহেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয় রীতি মেনে।

ঈদের দিন দেশের সবচেয়ে বড় জামাত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এ ছাড়া দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানেও অনুষ্ঠিত হয় আরেকটি বৃহৎ জামাত। এসব জামাতে লাখো মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।