BREAKING: পাকিস্তানী সেনার চক্রান্ত ! পরিবারের সামনেই খুন করা হল বালুচিস্তানের সাংবাদিককে

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
BALCOH

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানে এবার দিনের আলোয় খুন করা হল বালুচিস্তানের বিখ্যাত সাংবাদিক আব্দুল লতিফ বালোচকে। তার সম্পূর্ণ পরিবারের সামনেই তাকে গুলি করে হত্যা করা হয়। আব্দুল লতিফ বালোচ মূলত বালুচিস্তানের ওপর পাকিস্তানী সেনাবাহিনীর অত্যাচার, বালুচিস্তানের নাগরিকদের গুম হত্যা করা, এবং পাকিস্তানী সেনাবাহিনীর নিপীড়নকে বিশ্বের সামনে তুলে ধরতেন। তার হত্যার পিছনেও পাকিস্তানী সেনাবাহিনীর চক্রান্ত দেখছে বালুচিস্তানের সাধারণ মানুষ। 

pakistan army