BREAKING: বালোচিস্তানের সুরাব শহরের দখল নিল বালোচ লিবারেশন আর্মি ! হতবাক আসিম মুনির

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
shabaz sharif and asim munir

নিজস্ব সংবাদদাতা : গতকাল পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ঠিক যেসময় কোয়েটায় ভাষণ দিচ্ছিলেন, ঠিক সেইসময়েই বালোচ লিবারেশন আর্মি (BLA) বালোচিস্তানের সুরাব শহরের দখল নিয়ে নেয়। এটি পাকিস্তানী সেনাবাহিনীর জন্য একটি চরম বিব্রতকর মুহূর্ত। দীর্ঘদিন ধরেই নিজেদের স্বাধীনতার দাবি নিয়ে পাকিস্তানের সাথে লড়াই করে যাচ্ছে বালোচিস্তান। এই লড়াইয়েই এবার এক বড় সাফল্য পেল বালোচ লিবারেশন আর্মি (BLA) । 

asim2