/anm-bengali/media/media_files/3yWe7pxi0AVTGE6jmIVM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পাক (Pakistan) অধিকৃত বেলুচিস্তানকে মুক্ত করার জন্য লাগাতার চলছে বিক্ষোভ। পাকিস্তানের থেকে বেলুচিস্তানকে (Balochistan) মুক্ত করার দাবি নিয়ে গোটা বিশ্বজুড়ে বেলুচ নেতারা সেমিনার এবং সমাবেশের আয়োজন করছেন। এরই মাঝে আবারও পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য করলেন ফ্রি বেলুচিস্তান মুভমেন্টের সভাপতি হিরবিয়ার মারি (Hyrbyair Marri) । পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়ে হিরবিয়ার এক টুইট বার্তায় বলেন, 'পাকিস্তান সম্প্রতি তার সংবিধানের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে। বেলুচিস্তানের নির্বাচিত পার্লামেন্টের ৬০% সদস্য পাকিস্তানের একটা কথার সঙ্গেও সম্মত নয়। ফলে তাঁরা পাকিস্তানের বিরোধীতা করেছে। যাইহোক, এটি বেলুচিস্তানের জন্য প্রযোজ্য নয় কারণ এটি একটি অধিকৃত অঞ্চল।'
#Pakistan recently celebrated the golden jubilee of its #Constitution. 60% of Balochistan's then-elected members of parliament didn't accept the wordings and didn't sign it, thus making it invalid, anyway, it isn't applicable to #Balochistan as it's an #occupiedterritory.
— Hyrbyair Marri (@hyrbyair_marri) April 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us