/anm-bengali/media/media_files/2025/10/01/screenshot-2025-10-01-12am-2025-10-01-00-07-26.png)
নিজস্ব সংবাদদাতা: জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলতি ৬০তম অধিবেশনের সময় জেনেভায় আওয়ামী লিগ কর্মী-সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেন। বিখ্যাত ব্রোকেন চেয়ার ভেন্যুতে হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা প্রফেসর মুহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবি করেন এবং তাঁর নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহারের আহ্বান জানান।
বিক্ষোভকারীরা স্লোগান তোলেন—“টেররিস্ট টেররিস্ট, ইউনুস”, “স্টেপ ডাউন ইউনুস”। একইসঙ্গে তাঁরা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সমর্থন ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
/anm-bengali/media/post_attachments/e09c9bdd-8c5.png)
প্রবাসী আওয়ামী লিগ নেতারা অভিযোগ করেছেন, ইউনুস সরকারের কর্মকাণ্ড বাংলাদেশের গণতন্ত্র ও সংখ্যালঘু নিরাপত্তার পরিপন্থী। তাঁরা আন্তর্জাতিক মহলের কাছে ইউনুসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান।
এই বিক্ষোভে ইউনুসবিরোধী প্রতিবাদ আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল।
#WATCH | Geneva, Switzerland | Members of the Awami League carry banners demanding the resignation of Muhammad Yunus and calling for the revocation of his Nobel Peace Prize. They raised slogans like “Terrorist Terrorist, Yunus” and “Step Down Yunus”, and in support of Bangabandhu… pic.twitter.com/lvxdyW3HB0
— ANI (@ANI) September 30, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us