BREAKING: সামরিক মহড়ায় গুপ্তচরবৃত্তি চালাতে পারে চীন ! ভয়ঙ্কর অভিযোগ করলো অস্ট্রেলিয়া

কি অভিযোগ করলো অস্ট্রেলিয়া ?

author-image
Debjit Biswas
New Update
usachina

নিজস্ব সংবাদদাতা : এবার চীনকে নিয়ে এক ভয়ঙ্কর দাবি করা হল অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। আজ রবিবার অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে,''মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্র দেশগুলির সঙ্গে যে বড়মাপের সামরিক মহড়া (Talisman Sabre) শুরু হয়েছে, তাতে চীন গুপ্তচরবৃত্তি চালাতে পারে।'' এই বিষয়ে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, ''চীন দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি সামরিক ঘাঁটি গড়ে তুলতে চায়।'' যদিও বেইজিং এই বিষয়টিকে একটি “ভুয়ো প্রচার” বলে উড়িয়ে দিয়েছে। উল্লেখ্য,আজ রবিবার অস্ট্রেলিয়া এবং পাপুয়া নিউ গিনির বিভিন্ন জায়গায় শুরু হওয়া এই বার্ষিক ‘ট্যালিসম্যান স্যাবর’ মহড়ায় ১৯টি দেশের ৩০,০০০-এর বেশি সেনা অংশ নিচ্ছেন।

us navy