“আগস্ট ১ ছিলই চূড়ান্ত সময়সীমা”—শুল্ক নিয়ে আবারও কড়া অবস্থানে ট্রাম্প

শুল্ক নিয়ে আবারও কড়া অবস্থানে ট্রাম্প।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-08 10.33.41 PM

নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুল্ক আরোপের বিষয়ে ১ আগস্টই ছিল চূড়ান্ত সময়সীমা। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, “আগস্ট ১ সবসময়ই ছিল নির্ধারিত সময়সীমা... অন্য দেশগুলো যেভাবে আমাদের পণ্যে হাস্যকর মাত্রায় শুল্ক বসায়, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

ট্রাম্প আরও বলেন, “আমি সেসব দেশকে ফোন করেছি, এখন সবাই আমাদের সবকিছু দিতে রাজি। বছরের পর বছর ধরে তারা আমাদের ঠকিয়েছে, আর আমাদের তখন এমন একজন প্রেসিডেন্টও ছিল না, যিনি ব্যাপারটা বুঝতেন।”এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প ফের জানিয়ে দিলেন, তার প্রশাসন বাণিজ্যে ‘আমেরিকা ফার্স্ট’ নীতি থেকেই কঠোর অবস্থান বজায় রাখবে।