হিন্দুদের ওপর হামলা- সেই ভিডিও তোলায় হামলাকারীদের নয় বরং হিন্দু ভিডিওধারীদেরই আটক করল বাংলাদেশ সেনাবাহিনী- কি করছে ইউনূসের সরকার?

এবার প্রশ্নের মুখে ইউনূস সরকার।

author-image
Aniket
New Update
Yunus

File Picture

নিজস্ব সংবাদদাতা: হিন্দুদের ওপর হামলা চলছে ক্রমশই বাংলাদেশে। এবার একাধিক ট্যুইটার থেকে দাবি করা হয়েছে, "বাংলাদেশের সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর নৃশংস হামলার খবর আসতে দিচ্ছে না প্রশাসন। কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হচ্ছে না। হামলার ভিডিও ধারণ করায় দুই হিন্দুকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী"। এরপরেই প্রশ্ন উঠছে, হামলাকারীদের নয় বরং হিন্দু ভিডিওধারীদেরই আটক করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ফলে প্রশ্ন উঠছে, কি করছে ইউনূসের সরকার? বাংলাদেশের শান্তি রক্ষাতে কেনও ব্যর্থ হচ্ছে শান্তিতে নোবেল প্রাপ্ত ইউনূস? তাহলে কি সদিচ্ছার অভাব রয়েছে ইউনূসের?