New Update
/anm-bengali/media/media_files/wOVogD4MdWIu9e9dNCRq.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বেলুচিস্তানের (Balochistan) কিলা সাইফুল্লাহ জেলার মুসলিম বাগ এলাকায় একটি দল ফ্রন্টিয়ার কর্পস ক্যাম্পে হামলা চালিয়েছে বলে খবর। ৬ পাকিস্তানি (Pakistan) সৈন্য (Pakistan Army) নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। শিবিরে গোলাগুলির চলার খবর পাওয়া গিয়েছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বড় ক্ষতি হয়েছে এই ঘটনায়। সন্ত্রাসীরা একটি অস্ত্র গুদাম দখল করেছে। তেহরিক জিহাদ পাকিস্তান দাবি করেছে যে তারা ৪০ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। হামলাকারীদের বিরুদ্ধে অভিযানের জন্য এসএসজি কমান্ডো পাঠিয়েছে পাকিস্তান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us