রাশিয়ার বেরেজনিকিতে উরালকেমের কেমিক্যাল কারখানায় হামলা

অ্যামোনিয়া ও বিস্ফোরক তৈরির কাঁচামাল উৎপাদনকারী ‘আজট’ শাখায় আঘাত, ২০২৪ সালে রেকর্ড উৎপাদন করেছিল প্রতিষ্ঠানটি।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন কবিতা পাঠ করছিলেন, সেই সময় ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১৭০০ কিলোমিটার দূরে বেরেজনিকিতে উরালকেম কেমিক্যাল হোল্ডিং-এর ‘আজট’ শাখায় হামলা চালানো হয়।

প্রতিষ্ঠানটি অ্যামোনিয়া, ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেটসহ কৃষিকাজ ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত দ্বৈত-উদ্দেশ্য পণ্য উৎপাদন করে। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ২.৩ মিলিয়ন টনেরও বেশি উৎপাদন করে নতুন রেকর্ড গড়ে।