ক্রিভি রিহতে আক্রমণ

ক্রিভি রিহতে আক্রমণ চালিয়েছে।

author-image
Aniket
New Update
tt

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ান সৈন্যরা ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিভি রিহ আক্রমণ করেছে। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান লাইসাক এই বিষয়ে জানিয়েছেন।

e

হামলার ফলে, আগুন লেগেছে, বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে পড়ার আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত ২ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।