সাধারণ জনবসতির ওপর হামলা, ভয়ঙ্কর পরিস্থিতি

কুপিয়ানস্কে সাধারণ জনবসতির ওপর হামলা হয়েছে। হামলার ফলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন। 

author-image
Aniket
New Update
Ukraine

নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ইউক্রেন জুড়ে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। রবিবার ইউক্রেনের কুপিয়ানস্কের কেন্দ্রে গোলাবর্ষণ চালিয়েছে রাশিয়ান সৈন্যরা। এমএলআরএস (মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম) দিয়ে কুপিয়ানস্কের কেন্দ্রে গোলাবর্ষণ চালানো হয়েছে। স্থানীয় বসতির ওপর হামলাটি হয়েছে। জানা যাচ্ছে, রাশিয়ান সেনাবাহিনীর হামলার ফলে একটি ব্যক্তিগত বাড়ি এবং গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ফলে সেখানে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দাদের চারটি গাড়ি ভাঙচুর করেছে রাশিয়ান সেনাবাহিনী। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে নতুন করে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঘটনাস্থলে ইউক্রেনীয় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। নতুন করে রাশিয়ান বাহিনী হামলা চালালে তা প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে ইউক্রেনীয় বাহিনী। উল্লেখ্য, গতকালও রাশিয়ান বাহিনী কুপিয়ানস্কে হামলা চালায়। একের পর এক হামলায় কুপিয়ানস্কের বাসিন্দাদের মধ্যে ভয় ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। গতকাল কুপিয়ানস্ক ছাড়াও হামলা চালানো হয় ভোভচানস্ক, ভোভশানস্কু খুতোরা, চেরভোনা জোরিয়া, ডভোরিচন, লাইমান পারশিতে। বর্তমানে এই অঞ্চলগুলিতেও আতঙ্ক বিরাজ করছে। প্রত্যেক স্থানেই সতর্কবার্তা জারি রয়েছে। ইউক্রেনীয় বাহিনী প্রত্যেকটি এলাকাতেই নতুন করে হামলা হলে তা আটকানোর জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তবে এই পরিস্থিতির মধ্যেই ইউক্রেনীয় বাহিনীর জেনারেল স্টাফ ৩০ এপ্রিল পর্যন্ত রাশিয়ান সশস্ত্র বাহিনীর যুদ্ধে ক্ষয়ক্ষতির তথ্য পোস্ট করেছে। যেখানে দাবি করা হয়েছে, নতুন করে রাশিয়ান বাহিনীর ৪৭০ জনকে হত্যা করেছে ইউক্রেনীয় বাহিনী। তথ্য অনুসারে, এখনও পর্যন্ত রাশিয়ান বাহিনীর মোট ১৯০,৫১০ জন সৈন্যকে হত্যা করেছে ইউক্রেনীয় বাহিনী।