New Update
/anm-bengali/media/media_files/yS2gyd8O6qxvFUCHvWmD.jpg)
নিজস্ব সংবাদদাতা : রবিবার দিল্লি থেকে ইসরায়েলের তেল আবিবে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিন্তু গন্তব্যে পৌঁছনোর ঠিক আগেই, বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এরপরই নিরাপত্তার কারণে ফ্লাইটটি তড়িঘড়ি করে আবুধাবিতে ঘুরিয়ে দেওয়া হয়।
/anm-bengali/media/media_files/s2y6Yb4DKwX70bLdy89t.jpg)
একটা বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, এই ফ্লাইটটি AI139, বোয়িং ৭৮৭ মডেলের। বিমানটি তেল আবিবে অবতরণের এক ঘণ্টারও কম সময় আগে ওই হামলার খবর পাওয়া যায়। তেল আবিবের বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
শেষ খবর অনুযায়ী, বিমানটি দিল্লিতে ফিরে আসবে বলে জানানো হয়েছে। এই ঘটনার ফলে আবারও মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us