ইরানের হামলায় কাতার এয়ারওয়েজের অন্তত ৯০টি ফ্লাইট বিপথগামী, জানালেন সিইও

কি জানালেন সিইও?

author-image
Aniket
New Update
Qatar Airways

File Picture

নিজস্ব সংবাদদাতা: দোহার মার্কিন ঘাঁটি আল উদেইদে ইরানের হামলার সময় অন্তত ৯০টি কাতার এয়ারওয়েজের ফ্লাইট তাদের গন্তব্য পরিবর্তনে বাধ্য হয়েছিল বলে জানিয়েছেন কাতার এয়ারওয়েজের সিইও বাদর মোহাম্মদ আল-মীর। এসব ফ্লাইটে প্রায় ২০,০০০ যাত্রী ছিলেন।

আল-মীর জানান, ২৫টি ফ্লাইট সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে, ১৮টি তুরস্কে, ১৫টি ভারতে, ১৩টি ওমানে এবং ৫টি সংযুক্ত আরব আমিরাতে অবতরণ করে। বাকি বিমানগুলো ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর যেমন লন্ডন, বার্সেলোনা এবং অন্যান্য গন্তব্যে পুনর্নির্দেশিত হয়।

iran

তিনি বলেন, দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকল ফ্লাইট মঙ্গলবার পর্যন্ত স্থগিত রাখা হয়। হামলার সময় বিমানবন্দরের ভেতরে ১০,০০০-এরও বেশি যাত্রী যাত্রার জন্য অপেক্ষমাণ ছিলেন। এই সংকট তাদের “আধুনিক বেসামরিক বিমান চলাচলের ইতিহাসের অন্যতম জটিল ও কঠিন পরিস্থিতির” মুখোমুখি করে তোলে।

এই ঘটনার পর কাতার এয়ারওয়েজের অপারেশনাল কাঠামো ও নিরাপত্তা প্রোটোকল নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।