স্কুলে ভয়াবহ হামলা! মৃত্যু ৩৮ জন শিক্ষার্থীর

কঙ্গো সীমান্তের কাছে উগান্ডার স্কুলে বিদ্রোহীদের হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
নবভ

নিজস্ব সংবাদদাতাঃ উগান্ডার কর্তৃপক্ষ জানিয়েছে, কঙ্গো সীমান্তের কাছে একটি মাধ্যমিক বিদ্যালয়ে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় দগ্ধ, গুলি বা কুপিয়ে নিহত ৩৮ জন শিক্ষার্থীসহ ৪১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উগান্ডার সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে অভিযানের পর সীমান্ত পেরিয়ে কঙ্গোতে পালিয়ে আসা বিদ্রোহীরা অন্তত ছয়জনকে অপহরণ করেছে।

সীমান্তবর্তী শহর মপন্ডওয়ে'র লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে সংঘটিত গণহত্যার জন্য কর্তৃপক্ষ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসকে দায়ী করেছে, যারা ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কযুক্ত একটি ছায়াবাদী চরমপন্থী গোষ্ঠী, যারা অস্থিতিশীল পূর্ব কঙ্গোর ঘাঁটি থেকে বছরের পর বছর ধরে হামলা চালিয়ে আসছে।

এমপন্ডওয়ে-লুবিরিহার মেয়র সেলেভেস্ট মাপোজ বলেন, 'নিহতদের মধ্যে শিক্ষার্থী, একজন রক্ষী এবং স্থানীয় সম্প্রদায়ের দুই সদস্য রয়েছেন।' 

মাপোজ বলেন, 'বিদ্রোহীরা ছাত্রাবাসে আগুন ধরিয়ে দিলে কয়েকজন শিক্ষার্থী মারাত্মকভাবে দগ্ধ হয় এবং অন্যদের গুলি করা হয় বা ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।'