ব্যাংকে বন্দুকধারীর হামলা! নিহত ৪, আহত ৮

কেন্টাকির লুইসভিলে ওল্ড ন্যাশনাল ব্যাংকে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীও নিহত হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
nnn

নিজস্ব সংবাদদাতাঃ কেন্টাকির লুইসভিলে ওল্ড ন্যাশনাল ব্যাংকে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। লুইসভিল মেট্রো পুলিশের ডেপুটি চিফ কর্নেল পল হামফ্রে জানিয়েছেন, বন্দুকধারীও নিহত হয়েছে। হামফ্রে বলেন, 'গোলাগুলির সময় কমপক্ষে দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন।' হামফ্রে জানান, হাসপাতালে ভর্তি হওয়া অন্তত আটজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, "এই দুজনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা, যার বর্তমানে অস্ত্রোপচার চলছে।" হামফ্রে বলেন, 'নিহতদের সবাইকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।'