কমপক্ষে ৩৫ জন বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্য নিহত- এই মুহূর্তের সবথেকে বড় খবর

কি খবর জানা যাচ্ছে?

author-image
Aniket
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৫ জন বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১৩ জুন থেকে মঙ্গলবার (২৫ জুন) পর্যন্ত ইসরায়েলি হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

ISRAEL-LEBANON-PALESTINIAN-CONFLICT-31_1722242595781_1722738123904

নিহতদের মধ্যে রয়েছেন দুই জন ব্রিগেডিয়ার জেনারেল, সাত জন কর্নেল এবং তিন জন লেফটেন্যান্ট কর্নেল। নিহতদের নাম প্রকাশ করেছে এবং জানায়, এ হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিটের উচ্চপদস্থ কর্মকর্তারাও হতাহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।