নৃশংস হত্যালীলাঃ একদিনে মেরে ফেলা হল ৩০ জন সৈন্যকে

ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অন্তত ৩০ সৈন্য নিহত হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
বম্নব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ অধিকৃত খেরসন অঞ্চলের রুশ নিযুক্ত গভর্নর জানিয়েছেন, ডিনিপ্রো নদী পার হওয়া ইউক্রেনের সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

ভ্লাদিমির সালদো বলেন, 'আন্তোনিভস্কি সেতুর কাছে একটি ইস্কান্দার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, এতে কমপক্ষে ৩০ যোদ্ধা নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে। বাকিরা সেতুর দু'পাশে গ্রীষ্মকালীন বাড়িতে লুকিয়ে আছে। বিশেষ বাহিনী ওই এলাকায় চূড়ান্ত অভিযান শুরু করবে।' 

ইউক্রেনের সৈন্যরা ডিনিপ্রো নদীর পূর্ব তীরে একটি ব্রিজহেড স্থাপন করায় প্রায় এক সপ্তাহ ধরে এই অঞ্চলে তীব্র লড়াই চলছে।