নিজস্ব সংবাদদাতাঃ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূলে একটি ফেরি ডুবে অন্তত ১১ জন নিহত ও একজন নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৭৪ জনকে নিয়ে প্রতিবেশী সিঙ্গাপুরের নিকটবর্তী তানজুং পিনাং দ্বীপে যাওয়ার সময় ফেরিটি যাত্রা শুরুর প্রায় ৩০ মিনিট পর একটি গর্তের সঙ্গে ধাক্কা খায় বলে সন্দেহ করা হচ্ছে।উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, এখনও নিখোঁজ একজনের খোঁজ চলছে।