মৃতের সংখ্যা পার ১০০, মৃত্যুলীলা অব্যাহত ইজরায়েলে

জঙ্গি গোষ্ঠী হামাস শনিবার সকাল থেকে গাজা থেকে ইজরায়েলে হামলা শুরু করে। এই হামলা গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
issss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েলের (Israel) ওপরহামাসেরহামলাকে ঘিরে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। এদিকে হামাসেরসন্ত্রাসী হামলা (Hamas terrorist attack) নিয়ে বড় মন্তব্য করল ইজরায়েল সরকার। ইজরায়েলের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হামলায়অন্তত১০০ইসরায়েলিনিহত৯০০জনআহতহয়েছে।