RUSSIA UKRAINE WAR: ভয়াবহ হামলা, নিহত ১, আহত ২

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর নিকোপোলে রুশ বাহিনীর গোলা বর্ষণে অন্তত একজন নিহত ও দুইজন আহত হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
ঞ্ঝনভ

নিজস্ব সংবাদদাতাঃ ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লিসাক জানিয়েছেন, রবিবার দক্ষিণাঞ্চলীয় শহর নিকোপোলে রুশ বাহিনীর গোলা বর্ষণে অন্তত একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। তিনি বলেন, "শত্রু বাহিনী নিকোপোলের ওপর গোলা বর্ষণের জন্য দু'বার ভারী আর্টিলারি মোতায়েন করেছে। শহরের ৪৮ বছর বয়সী এক বাসিন্দা নিহত হয়েছেন। গোলা বর্ষণে ৪৬ বছর বয়সী এক নারী ও ৮০ বছর বয়সী এক পুরুষ আহত হয়েছে।" গভর্নর বলেন, 'রাশিয়ার হামলায় ছয়টি বহুতল ভবন এবং একই সংখ্যক ব্যক্তিগত বাড়ি, কৃষি ভবন, দুটি গ্যাস পাইপলাইন এবং একটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।'