ভয়ঙ্কর! ঘণ্টায় ৩৫০০০ কিমি বেগে আসছে ধেয়ে! ধ্বংসলীলা...

৩৫০০০ কিলোমিটার বেগ প্রতি ঘন্টায় এবার আক্রমণ করবে পৃথিবীকে। না, ঘূর্ণিঝড় নয়, এটি গ্রহাণু। নাসা দিলো এই খবর।

New Update
asteroid

নিজস্ব সংবাদদাতা: পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু (Asteroid)। সতর্কতা জারি করলো নাসা (NASA)। জানা গেছে পৃথিবীর খুব কাছে চলে আসার এবং আঘাত করার সম্ভাবনা রয়েছে ৫২ ফুট দৈর্ঘ্যের এই গ্রহাণুর। পরে চালাতে পারে ধ্বংসলীলা। বিজ্ঞানীরা এর নাম রেখেছেন 'অ্যাস্টেরয়েড ২০২৩ জেডি' (Asteroid 2023 JD)। প্রায় ৩৫০০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে জানা গেছে। ফলে এর উপর নজর রাখা হচ্ছে।