Arab Syria Relation: ১২ বছর সিরিয়ায় আসাদ, স্বাগত আরব সরকারের

আরব লীগের সম্মেলনে যোগ দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট। বাশার আল আসাদের সফরে আপ্লুত আরব। কেননা মাঝে পেরিয়েছে ১২ টা বছর। অতীতকে পিছনে ফেলে এগিয়ে গেছে আরব।

New Update
bashar al asad

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: এক যুগ পর আরব লীগের সম্মেলনে যোগ দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সময়টা পেরিয়েছে ১২ বছর। অতীতের কালো স্মৃতিকে পিছনে ফেলে এগিয়ে গেছে আরব। আর সেই এগিয়ে যাওয়ার শুরুয়াৎ টায় হল আসাদকে দিয়ে।

গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার সদস্য পদ বাতিল করেছিল জোটটি। এত দিন ধরে আসাদের বিরোধীদের সমর্থন দিয়ে চলা দেশগুলো সম্প্রতি তাঁর হাতেই ক্ষমতা নিরাপদ বলে সিদ্ধান্তে এসেছে। এর পরিপ্রেক্ষিতে আরব লীগ সম্মেলনে যোগ দিতে যাচ্ছে সিরিয়া।

এর আগে গত ১৯ মে আরব লীগের পক্ষ থেকে সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে যোগ দেয় আরব লীগের ২২ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সেই বৈঠক থেকেই সকলে মিলে স্বাগত জানান আসাদকে। তিক্ততা ভুলে আবার ভালো সম্পর্কের আশা রাখছে আরব-সিরিয়া, যার যোগাযোগ মাধ্যম হতে চলেছেন বাশার আল আসাদ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।