বার্লিন প্রাচীর

অনেক ঘটনার সাক্ষী থেকেছে বার্লিন প্রাচীর। ১৯৬১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত জার্মানির বার্লিন শহরের বুক চিড়ে দাঁড়িয়ে ছিল এক কনক্রিটের দেয়াল, যা কিনা ইতিহাসের পাতায় বার্লিন প্রাচীর নামে খ্যাত।

author-image
SWETA MITRA
New Update
BENG berlin COV.jpg

শিব কারনানি, জার্মানি (Guest Travel Editor):  আপনি নিশ্চয়ই মহান বার্লিন প্রাচীর সম্পর্কে শুনেছেন এবং পড়েছেন। পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানির মধ্যে বিশাল বিভাজন তৈরি করেছিল এই বার্লিন প্রাচীর।  এএনএম নিউজের অতিথি ভ্রমণ সম্পাদক শিব কারনানি আপনার সামনে জার্মানি এবং বার্লিন প্রাচীরের ইতিহাস সম্পর্কে তুলে ধরলেন।