BREAKING: ফুলেফেঁপে উঠবে ভারত ! যাবতীয় জল্পনার শেষে ভারতে বড় বিনিয়োগের পথে অ্যাপল

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে এবার ভারতে বড় মাপের বিনিয়োগ করতে চলেছে অ্যাপলের মূল আইফোন নির্মাণকারী সংস্থা হোন হাই প্রেসিশন ইন্ডাস্ট্রি। তাইওয়ানের এই কোম্পানিটিই সম্প্রতি চীন থেকে তাদের প্রোডাকশন ইউনিট সরিয়ে তা ভারতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। যারফলে খুব শীঘ্রই এই কোম্পানিটি ভারতে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে। সম্প্রতি অ্যাপলের তরফ থেকে জানানো হয়েছিল যে তারা মার্কিন মুলুকে বিক্রি হওয়া যাবতীয় আইফোন, ভারত থেকেই ইম্পোর্ট করতে চায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই ভারতে নতুন প্রোডাকশন ইউনিট খুলতে পারে হোন হাই প্রেসিশন ইন্ডাস্ট্রি। 

applelogo