নিজস্ব সংবাদদাতা: সোমবার ফের খেরসনে হামলা চালালো রাশিয়ান বাহিনী। খেরসনের একটি ব্যক্তিগত পরিবহন সংস্থার পার্কিং লটে গোলাবর্ষণ চালিয়েছে রাশিয়ান সেনাবাহিনী।
/anm-bengali/media/media_files/cBjb4Bq5V45CMIR6cQKo.jpeg)
রাশিয়ান হামলার ফলে, ২ জন চালক নিহত হয়েছে। এছাড়াও আরও একজন আহত হয়েছেন। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার প্রোকুদিন এই হামলার বিষয়ে জানিয়েছেন।