New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের ডোনেৎস্ক অঞ্চলের ইলিনিভকা এলাকায় এফপিভি ড্রোন হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর দপ্তর।
হামলায় ৪৭ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারান। আহতদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী ও মা, পাশাপাশি আরও তিনজন স্থানীয় বাসিন্দা। সবাই মাইন বিস্ফোরণজনিত আঘাত ও শার্পনেলের ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইউক্রেন কর্তৃপক্ষ এ ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করার প্রস্তুতি নিচ্ছে।
⚡️Occupants attacked Illinivka in Donetsk region with an FPV drone - there is a dead and five wounded, the prosecutor's office said.
— BLYSKAVKA (@blyskavka_ua) July 3, 2025
A 47-year-old man died as a result of the attack on the private sector. Among the wounded are his wife and mother, as well as three other local…