মহাকাশ মিশনে এবার অনিল মেনন

অনিল মেননকে তার প্রথম মহাকাশ মিশনের জন্য মনোনীত করেছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-01 11.21.42 PM

নিজস্ব সংবাদদাতা: নাসা নভোচারী অনিল মেননকে তাঁর প্রথম মহাকাশ মিশনের জন্য মনোনীত করেছে। তিনি ২০২৬ সালের জুনে রোসকসমস সয়ুজ এমএস-২৯ মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) যাত্রা করবেন বলে জানিয়েছে নাসা।

12

এই মিশনে অনিল মেনন ফ্লাইট ইঞ্জিনিয়ার ও এক্সপেডিশন ৭৫-এর সদস্য হিসেবে কাজ করবেন। তাঁর সঙ্গে থাকবেন রাশিয়ান কসমোনট পিওতর দুব্রভ ও আন্না কিকিনা। বাইজানুর কসমোড্রোম, কাজাখস্তান থেকে উৎক্ষেপণের পর, তাঁরা প্রায় আট মাস কক্ষপথে থাকা মহাকাশ গবেষণাগারে অবস্থান করবেন। নাসার মতে, এটি অনিল মেননের মহাকাশ অভিযানের সূচনা এবং মহাকাশবিজ্ঞান ও আন্তর্জাতিক সহযোগিতায় এক নতুন অধ্যায়।

Ask ChatGPT