/anm-bengali/media/media_files/zoXrz2g32fEiWjRGmxRw.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে হামলা চালাতে তিনি “সব ধরনের সহায়তা স্বাগত” জানাচ্ছেন। বুধবার এক বিবৃতিতে নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শুধু ইসরায়েলের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্যই হুমকি।
নেতানিয়াহু বলেন, “ইরান পারমাণবিক বোমার দিকে এগিয়ে যাচ্ছে। এটি থামাতে আমরা যা কিছু সম্ভব, তা করব। যারা এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকবে, তাদের সকলকে আমরা স্বাগত জানাই।”
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2025/06/ap_68445a308ab94-1749310000-885172.jpg?resize=770%2C513&quality=80)
এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে এবং সম্প্রতি ইসরায়েল ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর এই বক্তব্য ইসরায়েলের ভবিষ্যৎ অভিযানের পূর্বাভাস হতে পারে এবং আন্তর্জাতিক মহলের সহযোগিতা চাওয়ার কূটনৈতিক কৌশলও বটে।
তবে ইরানের পক্ষ থেকে এখনো এই বক্তব্যের প্রতিক্রিয়া আসেনি। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে নেতানিয়াহুর এই আহ্বান নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে।
#BREAKING Netanyahu says 'all help welcome' in striking Iran's nuclear sites pic.twitter.com/YgTmTw9Lpb
— AFP News Agency (@AFP) June 19, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us