Breaking : ট্রাম্পের ভাষণের সময় গালিগালাজ- বের করে দেওয়া হলো, কাকে? জানুন

প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ চলাকালে গালিগালাজ করার পর, স্পিকার জনসন ডেমোক্র্যাট আল গ্রিনকে হাউস চেম্বার থেকে অপসারণের নির্দেশ দেন।

author-image
Debapriya Sarkar
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা আল গ্রিন গালিগালাজ করলে, স্পিকার জনসন তাকে হাউস চেম্বার থেকে অপসারণের নির্দেশ দেয়।

Trump

উল্লেখ্য, এদিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন তার ভাষণ দিচ্ছিলেন, তখন আল গ্রিন সেই ভাষণের প্রতিবাদে শোরগোল শুরু করেন এবং অসম্মানজনক মন্তব্য করেন। এতে চেম্বারের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। স্পিকার জনসন তৎক্ষণাৎ তাকে সেখান থেকে বের হওয়ার নির্দেশ দেন।

Jonson

এটি একটি অস্বাভাবিক পরিস্থিতি ছিল, যেখানে একটি সরকারি ভাষণের সময় এমন ধরনের উত্তেজনা সৃষ্টি হয়। স্পিকার জনসন জানিয়েছেন, আইনপ্রণেতাদের আচরণ হাউস চেম্বারে শিষ্টাচারের মধ্যে থাকতে হবে, এবং কেউ যদি তা লঙ্ঘন করে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।