S-400 ও Su-57 নিয়ে জোরদার আলোচনা ! রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক দৃঢ় করতেই মস্কোয় অজিত ডোভাল

মস্কোয় কেন গেলেন অজিত ডোভাল।

author-image
Debjit Biswas
New Update
Ajit Dovalq2.jpg

নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত-রাশিয়া সম্পর্ক বিরোধী অবস্থানের মধ্যেই, দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে  আরও দৃঢ় করতে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গতকাল বুধবার মস্কোর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার এই সফরের প্রধান লক্ষ্যই হলো দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও শিল্প সম্পর্ককে আরও শক্তিশালী করা। ডোভালের এই সফরের সময় দুই দেশের মধ্যে অতিরিক্ত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং Su-57 যুদ্ধবিমান ক্রয় নিয়ে আলোচনা হবে। সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুযায়ী, ভারত অতিরিক্ত S-400 সিস্টেম কেনার পাশাপাশি ভারতে এই ব্যবস্থার জন্য MRO (Maintenance, Repair, and Overhaul) কেন্দ্র স্থাপন করার সম্ভাবনা নিয়েও আলোচনা করবে। অর্থাৎ একথা বলাই যায় যে, অজিত ডোভালের এই রাশিয়া সফর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Ajit Dovalq1.jpg