/anm-bengali/media/media_files/a1vnv1z09XeTMw4pW8XH.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ভারত ছাড়ার কথা ছিল। কিন্তু কানাডার প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এখনও ভারত ত্যাগ করা সম্ভব হয়নি ট্রুডোর। এই বিষয়ে প্রেস সচিব মোহাম্মদ হুসেন বলেন, "বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর কানাডার সশস্ত্র বাহিনী আমাদের অবহিত করে যে সিএফসি০০১ প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সমস্যাগুলো রাতারাতি সমাধানযোগ্য নয়, বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত আমাদের প্রতিনিধিদল ভারতে থাকবে।"
"Upon our departure for the airport, we were made aware by the Canadian Armed Forces that CFC001 was experiencing technical issues. These issues are not fixable overnight, our delegation will be staying in India until alternate arrangements are made", says Mohammad Hussain, Press…
— ANI (@ANI) September 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us