New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে,এবার ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স,প্যারিস থেকে তেল আভিভের সমস্ত নির্ধারিত ফ্লাইট,আগামী ১৪ জুলাই পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে সোমবার এক বিবৃতিতে এয়ার ফ্রান্স জানায়, "প্রাথমিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'' এছাড়াও এই সংস্থাটি গত দুই দিনে মধ্যপ্রাচ্যের আরও বেশকিছু ফ্লাইট বাতিল করেছে। এরসাথেই যে আজ প্যারিস থেকে দুবাই (ইউএই) ও রিয়াদ (সৌদি আরব) যাওয়ার ফ্লাইটও বাতিল করা হয়েছে। যাত্রী সমস্যার কথা মাথায় রেখে এই সংস্থাটি জানিয়েছে,''যাত্রীরা চাইলে তাদের টিকিটের তারিখ পরিবর্তন করতে পারবেন অথবা টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/08/1000200800-266386.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us