/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে সোমবার রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, "জাপোরিঝিয়া অঞ্চলের আকাশে আক্রমণের আশঙ্কায় আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট কাজ করছে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1nEJWvkB3t7v6K5e8ucA.jpg)
এর আগে ওই অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় বাসিন্দারা জানান। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। ফেদোরভ আরও বলেন, "সকল নাগরিককে অনুরোধ করা হচ্ছে আশ্রয়স্থলে থাকার জন্য। সতর্ক সংকেত শোনা মাত্রই প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে।" রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধ পরিস্থিতিতে জাপোরিঝিয়া একটি কৌশলগত এলাকা হিসেবে পরিচিত। এই অঞ্চলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থাকায় বারবার হামলার ঝুঁকি বেড়েছে বলে জানান নিরাপত্তা বিশ্লেষকরা। ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু রাখা হয়েছে।
⚡️Air defense forces are operating in the Zaporizhzhia region, reported the head of the Regional Military Administration Fedorov.
— BLYSKAVKA (@blyskavka_ua) July 15, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us