বিচ্ছেদের খবরেই শিলমোহর, বিয়ে করলেন সানিয়া মির্জার স্বামী শোয়েব

দীর্ঘদিন ধরেই সানিয়া মির্জা ও শোয়েব আলাদা থাকছিলেন বলে খবর।

author-image
SWETA MITRA
New Update
shioibbss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ একটি খবরে চমকে গেল গোটা বিশ্ব। আর সেটা হল, পাকিস্তান ক্রিকেট দলেরপ্রাক্তন অধিনায়কশোয়েবমালিক (Shoaib Malik) তৃতীয়বারেরমতোবিয়েকরেছেন।সানিয়ামির্জারসঙ্গেতাঁরবিচ্ছেদেরখবরযখনসামনেআসছিল, তখনইএইবিয়ের বিষয়টি প্রকাশ্যে উঠে এল।পাকিস্তানিঅভিনেত্রীসানাজাভেদকেজীবনসঙ্গীহিসেবেবেছেনিয়েছেনশোয়েবমালিক।ইনস্টাগ্রামেবিয়েরছবিপোস্টকরেছেনশোয়েবমালিকনিজেই।