BREAKING: TRF-কে অবৈধ হিসেবে মানি না ! ভরা পার্লামেন্টেই জঙ্গিদের সমর্থন করছে পাকিস্তান

ফের মুখ পুড়লো পাকিস্তানের।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার The Resistance Front (TRF)-কে Foreign Terrorist Organisation (FTO) হিসেবে ঘোষণা করে। এই ঘোষণার পরেই যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছিল পাকিস্তানে। আর এইবার The Resistance Front (TRF)-কে ফের একবার সরাসরি সমর্থন করার ঘোষণা করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। গতকাল পাকিস্তানের পার্লামেন্টে,পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার দাবি করেন,''পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (UNSC) নিজের অস্থায়ী সদস্যপদ ব্যবহার করে TRF-এর নাম উল্লেখ রুখে দেয়। আমরা TRF-কে অবৈধ বলে মানি না। আমাদের দেখান, কোথায় প্রমাণ আছে যে TRF পহেলগাঁও-এ হামলা চালিয়েছে? TRF যদি দায় স্বীকার করে থাকে, সেটা কই? UN প্রেস রিলিজ থেকে TRF-এর নাম বাদ দিতেই হয়েছে।” পাকিস্তানের এই মন্তব্যে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। 

pakistan a