ইরান থেকে ফিরছে আরও ভারতীয়, মিললো ছাড়

১,০০০ ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Gtu4k0tXkAE7uer

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলের সঙ্গে চলমান সীমান্ত সংঘাতের মধ্যেও ইরান ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে তাদের আকাশসীমা আংশিকভাবে খুলে দিয়েছে, যাতে সেদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা যায়।

এই বিশেষ অনুমতির ফলে মাশহাদ থেকে মাহান এয়ারের চার্টার্ড ফ্লাইটে প্রায় ১,০০০ ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। ফ্লাইটগুলির মধ্যে প্রথমটি আজ রাতেই দিল্লিতে অবতরণ করার কথা।

ভারতের বিদেশ মন্ত্রকের উদ্যোগে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, ইরান সরকারের সঙ্গে সরাসরি আলোচনার পর এই সুরক্ষা ব্যতিক্রম অনুমোদিত হয়েছে।

2025-06-18t170733z-251940822-rc245fauo940-rtrmadp-3-iran-nuclear

এই পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের মধ্যে বেশিরভাগই ছাত্র, তীর্থযাত্রী এবং কাজের সূত্রে ইরানে গিয়েছিলেন বলে জানা গেছে।

পরিস্থিতি যতই উত্তপ্ত হোক না কেন, মানবিক দিক বিবেচনায় ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, পরবর্তী ফ্লাইটগুলির সূচি শিগগিরই ঘোষণা করা হবে এবং বাকি ভারতীয়দেরও দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

আন্তর্জাতিক মহলে উত্তেজনার মধ্যেও এই পদক্ষেপ দুই দেশের মধ্যকার কূটনৈতিক সদিচ্ছার একটি উল্লেখযোগ্য নিদর্শন বলেই মনে করছে কূটনৈতিক মহল।