New Update
/anm-bengali/media/media_files/2025/03/01/IctoDRTpqcjiTyRLX3M9.jpg)
নিজস্ব সংবাদদাতা : তুরস্কের সঙ্গে ৪০ বছরের সংঘাতের পর কুর্দি পিকেকে (PKK) জঙ্গি গোষ্ঠী যুদ্ধ বিরতি ঘোষণা করেছে। পিকেকের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এখন থেকে যুদ্ধ বিরত রাখবে এবং তারা শান্তিপূর্ণ আলোচনা চালানোর জন্য প্রস্তুত।
উল্লেখ, দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতে হাজার হাজার মানুষ মারা গেছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। এর আগে বহুবার যুদ্ধ বিরতির চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। তবে এখন পিকেকের এই ঘোষণাকে অনেকেই একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন, তবে এটির বাস্তবায়ন কেমন হবে, তা সময়ের উপর নির্ভর করবে।
BREAKING: Kurdish PKK militants declare ceasefire after 40-year conflict with Turkey
— The Spectator Index (@spectatorindex) March 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us