BREAKING: পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফর বাতিল

কেন বাতিল করা হল?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির পাকিস্তানে পরিকল্পিত সফর বাতিলের পিছনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। কাবুল ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক উন্নয়নের সাম্প্রতিক প্রচেষ্টার অংশ হিসেবে ৪ আগস্ট মুত্তাকির পাকিস্তান সফরের কথা ছিলv।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের কাবুল সফরের পর এই উদ্যোগ নেওয়া হয়, যা চীনের সহায়তায় সম্পন্ন হয়েছিল। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা মুত্তাকিকে জাতিসংঘের নিষেধাজ্ঞা কমিটির বিশেষ ছাড় ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে।

Afghanistan FM's Pakistan visit blocked: US allegedly rejects travel ban exemption; growing Taliban - China ties under scanner