'কারিগরী ত্রুটি'-র কারণে অনুপস্থিত ছিলেন মহিলা সাংবাদিকরা ! বড় দাবি করলেন আফগান বিদেশমন্ত্রী

কি ব্যাখ্যা দিলেন মুত্তাকি ?

author-image
Debjit Biswas
New Update
taliban minister and s jaishankar

নিজস্ব সংবাদদাতা : আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি, ভারতে তাঁর সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া প্রসঙ্গে এবার এক বড় দাবি করে বসলেন। তিনি বলতে চেয়েছেন যে একটি  "কারিগরী ত্রুটি" (technical error)-র কারণেই এই ঘটনাটি ঘটেছে। আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের অনুপস্থিতির বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছিল। তার প্রেক্ষিতেই এই বক্তব্য পেশ করলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। 

muslim women

ঘটনাটি ইচ্ছাকৃতভাবে করা হয়নি তা বোঝানোর জন্যই এই ব্যাখ্যা দিয়েছেন মুত্তাকি।  তবে, আফগানিস্তানে তালিবান শাসনে নারীদের অধিকার ও স্বাধীনতা ক্রমাগত খর্ব হওয়ার কারণে তাঁর এই 'কারিগরী ত্রুটি'-র' দাবি কতটা বিশ্বাসযোগ্য হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।