আভদিভকা এলাকায় সক্রিয় আক্রমণাত্মক কার্যক্রম চলছে

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। 

author-image
Aniket
New Update
d

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ান ফেডারেশনের সৈন্যরা বিমান চালনা ব্যবহার করে ডোনেটস্ক অঞ্চলের আভদিভকা এলাকায় সক্রিয় আক্রমণাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যার ফলে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে আভদিভকা এলাকায়। তাভরিয়া অঞ্চলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ওলেক্সান্ডার শুপুন এই বিষয়ে জানিয়েছেন। তার মতে, ইতিপূর্বে শত্রুরা একটি ক্ষেপণাস্ত্র হামলা এবং ৩৯ টি বিমান হামলা চালায়।

hiring 2.jpeg