BREAKING: সীমা অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র, কড়া জবাব দেবে ইরান ! বড় মন্তব্য করলেন আব্বাস আরাঘচি

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
IranForeign Minister Abbas Araghchi

নিজস্ব সংবাদদাতা : এবার যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন,''যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলির ওপর হামলা চালিয়ে, কূটনৈতিক সমাধানের সমস্ত পথকে বন্ধ করে দিয়েছে। সমস্ত সীমা অতিক্রম করেই মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। আত্মরক্ষার বৈধ অধিকার অনুযায়ী,এই হামলার বিরুদ্ধে এখন আমাদের জবাব দিতেই হবে।” এরপর যখন তাকে জিজ্ঞেস করা হয় যে, ইরান কি পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করার কথা ভাবছে ? তখন তিনি সরাসরি কিছু না বললেও ইঙ্গিতপূর্ণ একটি মন্তব্য করে বলেন,“আমাদের কাছে অনেক ধরনের বিকল্প আছে।” তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যের পর,মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

War