রাম মন্দিরে হবে প্রাণ প্রতিষ্ঠা! পুজোর আয়োজনে করছে আরো এক রাম মন্দির

কাল অযোধ্যার রাম মন্দিরে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এদিকে বিদেশে পুজোর আয়োজনে সেরে ফেলল আরো এক রাম মন্দির।

author-image
Anusmita Bhattacharya
New Update
ram mandir edit.jpg

নিজস্ব সংবাদদাতা: ইংল্যান্ডের স্লোঘ হিন্দু মন্দির একেবারে তৈরী 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠান উদযাপনের জন্য। এই মনিরের প্রধান পুরোহিত নরেশ সারস্বত জানান, '২২ জানুয়ারি আরতি, মন্ত্র জপ এবং বিশেষ পুজোর আয়োজন করা হবে। পুজোর পর ভক্তদের জন্য প্রসাদ ও লঙ্গরও পাওয়া যাবে। অযোধ্যা থেকে এখানে যে অক্ষত পৌঁছেছিল তা ভক্তদের মধ্যে বিতরণ করা হবে'।